যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ২নং গেট এলাকায় গাড়ির ধাক্কায় মো. নূরুল ইসলাম নামে এক রিকশাচালক নিহত হয়েছেন
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ২নং গেট এলাকায় গাড়ির ধাক্কায় মো. নূরুল ইসলাম নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। তবে ৪৫ বছর বয়সী এ রিকশাচালককে বাস, ট্রাক নাকি অন্য কোনো গাড়ি ধাক্কা দেয় সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (৭ এপ্রিল) দিনগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত চারটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, পথচারীদের কাছে জানতে পেরেছি যাত্রাবাড়ীর বিবির বাগিচা ২নং গেট এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নূরুল ইসলাম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুর রশিদের সন্তান। কর্মসূত্রে রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় বসবাস করতেন বলেও জানান পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।