যেকোনো পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন
সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে’র (সিপিইসি) একযুগ পূর্তি অনুষ্ঠানে অভিনন্দন বার্তায় এ কথা বলেন শি জিনপিং।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পাকিস্তানকে অভয় দিল চীন। দেশটির প্রতি আবারও দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, আন্তর্জাতিক দৃশ্যপট যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন সবসময়ই পাকিস্তানের পাশে থাকবে। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে’র (সিপিইসি) একযুগ পূর্তি অনুষ্ঠানে অভিনন্দন বার্তায় এ কথা বলেন শি জিনপিং। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের উপপ্রধানমন্ত্রী হি লিফেং। তিন দিনের সফরে পাকিস্তান রয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
সিপিইসির যুগপূর্তি উৎসবে পাঠানো বার্তায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বক্তব্য রাখেন চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, সামগ্রিক উন্নতি অব্যাহত রাখবে, সহযোগিতা প্রসারিত ও আরও গভীর করবে দুই দেশ। শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ও অগ্রগামী প্রকল্প বলে সিপিইসি’কে উল্লেখ করেন। তিনি বলেন, সিপিইসি’কে উন্নত গুণগত মানসম্পন্ন একটি বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার গুরুত্বপূর্ণ ও অনন্য প্রকল্প হিসেবে গড়ে তুলতে পাকিস্তানের সঙ্গে কাজ করবে চীন।
তিনি আরও বলেন, উভয় দেশ উন্নত মান, টেকসই এবং জীবনমানকে সমৃদ্ধ করে এমন ফলাফল আনতে কাজ করবে। শি জিনপিং বলেন, ২০১৩ সালে শুরুর পর থেকে চীন ও পাকিস্তানের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। উভয় দেশ যৌথ অবদান ও অভিন্ন সুবিধার ফলে আগেভাগেই প্রাথমিক ফল ঘরে তুলেছে।
তিনি আরও বলেন, এই প্রকল্প চালুর ফলে পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন প্রেরণা যোগ হয়েছে। আঞ্চলিক সংযোগ ও একত্রীকরণের ক্ষেত্রে একটি ভাল ভিত্তি স্থাপন করেছে। এটি পাকিস্তান ও চীনের মধ্যে সর্বাবস্থায় বন্ধুত্বের একটি উজ্বল নিদর্শন। অদূর ভবিষ্যতে চীন ও পাকিস্তানের সম্প্রদায়কে আরও কাছাকাছি এনে অভিন্ন একটি নতুন যুগের সূচনা করবে বলেও তিনি মত প্রকাশ করেন। পাকিস্তান এবং চীন একে অন্যের হাতে হাত রেখে কাজ অব্যাহত রাখবে বলেও বক্তব্যে বলেন শি জিনপিং। তিনি আরও বলেন, দুই দেশের দৃঢ় বন্ধুত্বকে এগিয়ে নিতে উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয় সাধনের জন্য উচ্চমানের সহযোগিতা, বৃহত্তর পদক্ষেপ আরও গভীরতাকে বৃদ্ধি করবে দুই দেশ।
এর মধ্য দিয়ে চীন-পাকিস্তানের কৌশলগত সহযোগিতামুলক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছে যাবে। একই সঙ্গে উভয় দেশের শান্তি ও সমৃদ্ধিতে আরও অবদান বৃদ্ধি পাবে। এর বাইরেও তার বিস্তার ঘটেবে। সোমবার দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও এগিয়ে নিতে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করে দুই দেশ। সিপিইসির সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির একটি ডকুমেন্টে স্বাক্ষর করেছেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল ও চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান।
দ্বিতীয় ডকুমেন্টটি হলো সিপিইসির কাঠামোর মধ্যে বিশেষজ্ঞদের মেকানিজম বিনিময় প্রতিষ্ঠা সংক্রান্ত। তৃতীয় ডকুমেন্টে স্বাক্ষর করেন পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জাফর হাসান ও চাইনিজ চার্জ দ্যা অ্যাফেয়ার্স পাং চুনসুয়া। এই ডকুমেন্টটি স্বাক্ষর হয়েছে পাকিস্তান থেকে শুকনো মরিচ চীনে রপ্তানির বিষয়ে। কারাকোরাম মহাসড়ক দ্বিতীয় ফেজের প্রকল্প উপযোগিতা পর্যালোচনা সংক্রান্ত চতুর্থ ডকুমেন্টে স্বাক্ষর করেন পাকিস্তানে জাতীয় মহাসড়ক বিষয়ক কর্তৃপক্ষের পরিকল্পনা বিষয়ক সদস্য অসিম আমিন এবং চুনসুয়া।