যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের দ্বিতীয় পর্যবেক্ষক টিম আসছে ২৮ জুলাই

আজ সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের দ্বিতীয় পর্যবেক্ষক টিম আসছে ২৮ জুলাই

প্রথম নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ছয়টি দেশের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় টিম আগামী ২৮ জুলাই বাংলাদেশ সফরে আসছে। ছয় সদস্যের এ টিম আগামী জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়ন করবে এবং একটি প্রতিবেদন প্রকাশ করবে। বাকি চারটি দেশ হলো- আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীন। প্রত্যেক দেশ থেকে একজন করে প্রতিনিধি আসবেন।

আজ সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। এর আগে নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল ৮ জুলাই ঢাকা আসে। প্রতিনিধি দলটি ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করে।