মা হারালেন ব্ল্যাক ব্যান্ডের গিটারিস্ট জাহান

মা হারালেন ব্ল্যাক ব্যান্ডের গিটারিস্ট জাহান

প্রথম নিউজ, ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক’র অন্যতম সদস্য-গিটারিস্ট খাদেমুল জাহানের মা হাসনা হেনা আর নেই। শনিবার মধ্যরাত ১ টার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

জাহানের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু-সহকর্মী ঈশা খান দূরে।

ঈশা বলেন, ‘দীর্ঘদিনই ধরে আন্টি বার্ধক্যজনিত নানা সমস্যা ভুগছিলেন। গতকাল রাতে সমস্যা গুরুতর হলে উনাকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরই তিনি ব্রেইন স্ট্রোক করেন। এর কিছুক্ষণ পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আজ রোববার (৩ অক্টোবর) হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিট মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আজিমপুর করবস্থানে সমাহিত করা হয়েছে।

মৃত্যুকালে হাসনা হেনা দুই ছেলে- খাদেমুল জাহান, খাদেমুল ইনসান’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খাদেমুল জাহান তার মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।