মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা!
প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুর পার্বতীপুর উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে ইউনুস আলী (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর সেজোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী একই ইউনিয়নের হয়বৎপুর পূর্বপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হয়বৎপুর গ্রামের আলতাফ হোসেনের মেয়ের সঙ্গে ইউনুস আলীর (২৪) প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে ওই মেয়ের অন্যত্র বিয়ে দেয় পরিবার। বিয়ের পরেও মেয়েটির সঙ্গে নিয়মিত মুঠোফোনে যোগাযোগ হত ইউনুস আলীর। কয়েকদিন আগে বাবার বাড়িতে আসে মেয়েটি। এরই জেরে শুক্রবার রাতে ওই ছেলেকে মুঠোফোনে বাড়িতে ডেকে নিয়ে যায় মেয়ের পরিবার। সেখানে রাতভর স্থানীয় ওয়ার্ড সদস্য নুর আলমের নেতৃত্বে শারীরিক নির্যাতন চালানো হয়। শনিবার রাত ১২টার দিকে মেয়ের চাচা মাহাতাবের বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে শনিবার সন্ধ্যায় ছেলের পরিবারকে ডেকে শালিসের মাধ্যমে ৪ লাখ টাকা জরিমানা করে মেম্বার নুর আলম। ছেলে পক্ষের হয়ে শালিসে উপস্থিত ওয়াদুদ সরকার দুলু ও ফাইজুল হক জানান, ছেলেকে আড়ালে রেখেই শালিসের টাকার জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত মেম্বার। এক পর্যায়ে ছেলেকে উপস্থিত করার বিষয়ে বাগবিতণ্ডা হলে হত্যার বিষয়টি সামনে আসে। এসময় ঘরের ভেতরে রাখা মরদেহের সন্ধান পায় স্থানীয়রা। ছেলের পরিবার মরদেহ দেখে ফেললে পালিয়ে যায় মেম্বারসহ মেয়ে পক্ষের লোকেরা। এ ঘটনার পর থেকে মেয়ের পরিবারের লোকজন গাঁ ঢাকা দিয়েছে।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। আসামিকে ধরতে কাজ শুরু করেছে পুলিশ।