মেয়েকে চোখের আড়াল হতে দেন না ঐশ্বরিয়া!
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউড তারকাকন্যা আরাধ্যা বচ্চন। মা ঐশ্বরিয়া রাই বচ্চন, বাবা অভিষেক বচ্চন, দাদা অমিতাভ বচ্চন। প্রভাবশালী তারকা পরিবারের মেয়ে তিনি। ছোট থেকেই ক্যামেরার আলোতে অভ্যস্ত আরাধ্যা। তাই বলে সবসময় যে পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দী হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমনও কিন্তু নয়।
মা-বাবার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হলেও ক্যামেরার আলো পছন্দ না আরাধ্যার। তাই মা ঐশ্বরিয়াও সবসময় মেয়েকে আগলে রাখার চেষ্টা করেন। যেন চোখের আড়ালই হতে দেন না। আরাধ্যাও যেকোনো অনুষ্ঠানে পাপারাজ্জিরা ক্যামেরার ফ্লাশ চালু করলেই মায়ের হাত শক্ত করে চেপে ধরে রাখেন।
ঐশ্বরিয়াও মেয়ের বিষয়গুলো বোঝেন। তাই চেষ্টা করেন, সাংবাদিকদের অনুরোধ করতে- ছবি না তোলার জন্য। কিন্তু বচ্চন পরিবারের মেয়ে বলে কথা, সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন অভিষেক-ঐশ্বরিয়ার কন্যা।
সম্প্রতি বিমানবন্দরে দেখা মেলে আরাধ্যা-ঐশ্বরিয়ার। সাংবাদিকদের ক্যামেরায় পোজ দিতেই মেয়ের হাত চেপে ধরে রাখেন এই নায়িকা। সেই ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই কটাক্ষ করে প্রশ্ন করেন, ‘আরাধ্যার হাত সবসময়ই কেনে চেপে ধরে রাখেন ঐশ্বরিয়া, মেয়ে কি পালিয়ে যাচ্ছে?’ এর উত্তর ঐশ্বরিয়া না দিলেও, ভক্তদের বুঝতে বাকি নেই- মেয়েকে কখনো চোখের আড়াল হতে দেন না সাবেক বিশ্বসুন্দরী মা। তাই আরাধ্যাকে নিয়ে বের হলে সবসময় চেষ্টা করেন তাকে আগলে রাখার।