মোহাম্মদপুরে রাজউকের উচ্ছেদ অভিযান

আজ সোমবার (২৪ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

মোহাম্মদপুরে রাজউকের উচ্ছেদ অভিযান

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় নকশা বহির্ভূত ৫টি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণ ও নির্মাণাধীন একটি ভবনে কাজ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি দুইটি ভবনের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (২৪ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা। রাজউক সূত্রে জানা যায়, রাজধানী মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় রাজউকের নকশা ব্যতিরেকে ভবন নির্মাণের অভিযোগে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে নকশা বহির্ভূত ৫টি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণ করা হয় ও নির্মাণাধীন একটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। দুইটি ভবনের মালিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতীত নির্মাণকাজ না করে সে বিষয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়। এর আগে এ এলাকায় রাজউকের অনুমোদন ব্যতীত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। বলা হয়, নতুন ভবন নির্মাণ করতে হলে রাজউক থেকে অনুমোদন নিতে হবে। মাইকিংয়ের পরও যেসকল ভবন নির্মাণ চলমান আছে সে সকল ভবনে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

এছাড়া ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি যেন জমে না থাকে সেজন্য মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। পরবর্তী কর্মসূচিতে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানায় সংস্থাটি। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- রাজউকের অথরাইজড অফিসার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড ইসমাইল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক ফাতহ্, ইমারত পরিদর্শক বাপ্পি বিশ্বাস।