মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মোহাম্মদপুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম কামাল হোসেন (৩৬)। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। একই ওয়ার্ডের যুবলীগ কর্মী অভি জানান, কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল হোসেন। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে।