মহানবীকে নিয়ে বিজেপি নেত্রীর আপত্তিকর মন্তব্য
এ ঘটনাকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তোলপাড় চলছে ভারতজুড়ে
প্রথম নিউজ, ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লির মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দাল। এ ঘটনাকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তোলপাড় চলছে ভারতজুড়ে। প্রতিবাদে শুক্রবার উত্তর প্রদেশের কানপুরে দোকানপাট বন্ধ রাখেন মুসলিম সম্প্রদায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এর জের আরব দুনিয়ায়ও আঘাত করেছে। আরব দেশগুলো এর প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে। সর্বশেষ, গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তালকে তলব করেছে কাতার। এ ঘটনায় নবীন কুমার জিন্দালকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি এবং নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করেছে। এরপরই নিঃশর্ত নিজের মন্তব্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নূপুর শর্মা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি, টাইমস নাউ। সর্বশেষ খবরে বলা হয়েছে, রোববার ভারতীয় দূত দীপক মিত্তালকে তলব করে ভারত সরকারের কাছ থেকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও নিন্দা দাবি করেছে কাতার।
এক বিবৃতিতে আরব দেশটি তার হতাশার কথা জানিয়েছে। তবে বিজেপি’র ওই দুই নেতার বিরুদ্ধে নেয়া ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে তারা। বিবৃতিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি উল্লেখ করেন যে, এভাবে ইসলামভীতির বিষয়ে অব্যাহতভাবে শাস্তি না দেয়া বড় এক বিপদ তৈরি করে। এতে মানবাধিকারের সুরক্ষা বিপদে পড়ে। ফলে আরও কুসংস্কার ও একপেশে করে রাখার রীতিতে নেতৃত্ব দিতে পারে। তাতে সৃষ্টি হবে সহিংসতা ও ঘৃণা। এতে আরও বলা হয়, সারাবিশ্বে কমপক্ষে ২০০ কোটি মুসলিম মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে গাইডেন্স হিসেবে অনুসরণ করেন। তাকে নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য ধর্মীয় ঘৃণায় উস্কানি এবং মুসলিমদের আহত করতে পারে। কাতারের ওই বিবৃতিতে আরও বলা হয়, কাতার সহনশীলতা, সহাবস্থান এবং সব ধর্ম ও জাতির মূল্যবোধে পূর্ণ সমর্থন দেয়। এতে আরও বলা হয়, শুধু নূপুর শর্মাকে বরখাস্ত করেই ক্ষান্ত থাকেনি বিজেপি। তারা মহানবী (সা.)কে অবমাননা করে বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ না করেই রোববার একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, যেকোনো ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা দৃঢ়তার সঙ্গে নিন্দা জানায় বিজেপি। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের হাজার বছরের ইতিহাসে প্রতিটি ধর্ম প্রস্ফুটিত ও বিকশিত হয়েছে। সব ধর্মকে শ্রদ্ধা জানায় ভারতীয় জনতা পার্টি। যেকোনো ধর্ম বা যেকোনো সেক্টর বা আদর্শকে অবমাননার বিরুদ্ধে এই দল। এমন দর্শনসম্পন্ন ব্যক্তি বা তার দর্শনকে অনুমোদন করে না বিজেপি। প্রতিটি নাগরিককে তার পছন্দমতো ধর্মচর্চা, সম্মান দেখানোর অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান। ভারত তার ৭৫তম স্বাধীনতার বর্ষ উদ্যাপন করছে, এ সময়ে সবার প্রতি সমতা, সবার জীবনের মর্যাদার প্রতি, ভারতীয় একতা ও অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা।
উল্লেখ্য, গত সপ্তাহে একটি টিভি বিতর্কের সময় মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নূপুর শর্মা। ওই মন্তব্যের কারণে মহারাষ্ট্রে নূপুর শর্মার নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। তবে তিনি প্রথমে বলেছিলেন, কোনো ভুল করেননি। তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। পরে তিনি নিঃশর্তভাবে নিজের বক্তব্য প্রত্যাহারের কথা জানান। বিবৃতিতে তিনি বলেছেন, বেশ কিছুদিন ধরে মহাদেবকে অবমাননা ও অশ্রদ্ধা করা হচ্ছিল। তার ভাষায়, আমি অব্যাহতভাবে আমাদের মহাদেবকে অসম্মান ও অবমাননা সহ্য করতে পারছিলাম না। এর প্রেক্ষিতে ওই মন্তব্য করেছি। যদি আমার কথায় কেউ অস্বস্তিতে পড়েন বা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাহলে আমি নিঃশর্ত ভাবে আমার বক্তব্য প্রত্যাহার করছি। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া কখনোই আমার উদ্দেশ্য ছিল না।
তবে তাতে ক্ষমা পাননি তিনি। বিজেপি’র সেন্ট্রাল ডিসিপ্লিনারি কমিটি রোববার তাকে দলের সঙ্গে বিতর্কিত মন্তব্যের জন্য সাময়িক বরখাস্ত করেছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই কমিটির সদস্য ওম পাঠক জানিয়েছেন। একই সঙ্গে দলের দিল্লি মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দালকে একই অপরাধে বহিষ্কার করেছে বিজেপি। তিনিও বলেছেন, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার জন্য মন্তব্য করেননি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews