মেসির ‘দাঁত মেজে’ দিলেন বেকহ্যাম
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ইন্টার মিয়ামিতে যোগ দেয়া আর্থিকভাবে লাভবান হবেন লিওনেল মেসি। মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটি বহুবিধ সুযোগ-সুবিধা দেবে আর্জেন্টাইন সুপারস্টারকে। মোটা অঙ্কের বেতন-বোনাস তো রয়েছেই। তার সঙ্গে মেসি পাবেন মিয়ামির সঙ্গে চুক্তিবদ্ধ অ্যাডিডাস ও অ্যাপলের মতো বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কাছ থেকে লভ্যাংশ। খবরের শিরোনাম পড়ে পাঠকেরা মজার ছলে বলতে পারেন, ক্লাবের মালিক ডেভিড বেকহ্যামের সাহায্যে দাঁত পরিষ্কারের সুবিধাও কি পাচ্ছেন মেসি? তা কিন্তু নয়।
ইংলিশ দৈনিক গোলডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, ডেভিড বেকহ্যাম মেসির দাঁত পরিষ্কার করে দেয়ার ঘটনাটি। আর্জেন্টাইন সুপারস্টারের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে ইন্টার মিয়ামির আঙিনায় তৈরি হয়েছে বিশ্বকাপ জয়ী তারকার বিশাল ম্যুরাল। সেই ম্যুরালে নতুন করে রঙ করা হচ্ছে। আর সেখানেই ক্রেনে চড়ে মেসির ছবিতে তুলির আঁচড় দিয়েছেন ইন্টার মিয়ামির সহ-মালিক বেকহ্যাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, ক্রেনের সিঁড়িতে চড়ে অনেক উঁচুতে সেই ম্যুরালের ছবিতে মেসির দাঁতে ঘষছেন ইন্টার মিয়ামির মালিক বেকহ্যাম।
সেই ঘটনার খবরই ছেপে গোলডটকম লিখেছে, বড় ম্যুরালে মেসির দাঁত মেজে সাদা করে দিচ্ছেন বেকহ্যাম।
সাবেক ইংলিশ ফরোয়ার্ড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি মনে করি, মিয়ামিতে মেসির ছবি আঁকার কাজটি খুব ভালোভাবেই করেছেন ডেভিড (বেকহ্যাম)। আমরা মাত্র কদিন হলো মিয়ামিতে এসেছি। কিন্তু সে এসেই এই কাজে লেগে পড়েছে। দেখুন এটা (মেসির ম্যুরাল) বিশাল। এমন কিছু কি আছে যে, ডেভিড বেকহ্যাম করতে পারে না? সে এখানে ছবি আঁকছে। যে মানুষটিকে মেসির ম্যুরালের দাঁতগুলো সাদা রং করতে দেখলেন, সেটা বেকহ্যামই ছিল। আমি অভিভূত।’
মূলত লিওনেল মেসির যুক্তরাষ্ট্র গমন নিয়েই ইন্টার মিয়ামির এই আয়োজন। গত মাসে এমএলএস ক্লাবটিতে যোগ দেন আর্জেন্টাইন সুপারস্টার। এবার মেসিকে বরণ করে নেয়ার পালা। ইন্টার মিয়ামি জানিয়েছে, আগামী ১৬ই জুলাই যুক্তরাষ্ট্রের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে তারা। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে আর্জেন্টাইন সুপারস্টারের পরিচয় পর্ব। অনুষ্ঠানটিকে ‘দ্য আনভেইল’ বা ‘উন্মোচন’ নাম দিয়েছে ডেভিড বেকহ্যামের ক্লাব। ইন্টার মিয়ামির বিবৃতিতে বলা হয়, মেসির পরিচয় অনুষ্ঠানে মাঠে ব্যাপক বিনোদনের আয়োজন রয়েছে। পরিচয় পর্বে অনুমিতভাবে থাকছে আর্জেন্টিনা অধিনায়