মেসিকে নিয়েই ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা
প্রথম নিউজ, ডেস্ক : বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইর স্কোয়াডেই ছিলেন না লিওনেল মেসি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পায়ের পেশির চোট থাকায় কোনো ঝুঁকি নিতে চায়নি পিএসজি। অবশ্য চোটের মাত্রা যে খুব গুরুতর তাও বলা হয়নি।
তবে এই চোট থাকার পরেও মেসিকে নিয়েই ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড। পিএসজির ম্যাচ চলাকালীন সময়েই বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন তিন ম্যাচের জন্য ৩৪ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
চোটাক্রান্ত মেসিকে স্কোয়াডে রাখা হলেও, স্কালোনি মূলত প্রাধান্য দিয়েছেন তারূণ্যে। অন্তত সাতজন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়কে দলে রেখেছেন তিনি। তবে আক্রমণভাগ নিয়ে কোনো পরীক্ষানিরীক্ষায় যাননি আলবিসেলেস্তেদের কোচ। মেসির সঙ্গে স্কোয়াডে রাখা হয়েছে লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস গনজালেজদেরও।
আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় উরুগুয়ের মাঠে খেলতে নামবে লাতিন আমেরিকা অঞ্চলের বর্তমান চ্যাম্পিয়নরা। পরে ১৭ নভেম্বর ভোর সাড়ে ৫টায় নিজেদের ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে স্বাগত জানাবে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। উরুগুয়ে খেলেছে ১২ ম্যাচ, ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আটালান্টা)
ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মোলিনা (উদিনেস), লুকাস মার্টিনেজ কুওয়ার্তা (ফিওরেন্টিনা), জার্মান পেজ্জেইলা (রিয়াল বেটিস), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লেসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), গ্যাস্টন অ্যাভিলা (রোজারিও সেন্ট্রাল)
মিডফিল্ডার: মার্কোস আকুনা (সেভিয়া), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেস (রিয়াল বেটিস), নিকোলাস ডমিঙ্গেজ (বোলোনিয়া), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজুকুয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), থিয়াগো আলমাদা (ভেলেস), ক্রিশ্চিয়ান মেদিনা (বোকা জুনিয়র্স), মাতিয়াস সুল (জুভেন্টাস)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গনজালেজ (ফিওরেন্টিনা), হোয়াকিন কোররেয়া (লাজ্জিও), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), অ্যাঞ্জেল কোররেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট), সান্তিয়াগো সিমোন (রিভার প্লেট), এজুকুয়েল সেবায়োস (বোকা জুনিয়র্স), ফেদেরিকো গোমেজ গার্থ (রিভার প্লেট)।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: