মোশাররফ রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকা দিচ্ছে সাকিবের মোনার্ক মার্ট

 মোশাররফ রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকা দিচ্ছে সাকিবের মোনার্ক মার্ট

প্রথম নিউজ, ডেস্ক : দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। সম্প্রতি শারীরিক জটিলতা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। কেমোথেরাপিসহ ব্যয়বহুল সব চিকিৎসা করাতে হচ্ছে রুবেলকে।

এমতাবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ তার কাছের মানুষরা সাধ্যমত পাশে দাঁড়াচ্ছেন। এবার এগিয়ে এলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

সাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান ই-কমার্স ওয়েবসাইট মোনার্ক মার্টের পক্ষ থেকে মোশাররফ রুবেলকে চিকিৎসার জন্য দেওয়া হবে ১৫ লাখ টাকা। আজ বিকেলে রাজধানীর মতিঝিলে মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান কার্যালয়ে মোশারফ হোসেন রুবেলের স্ত্রীর কাছে এই চেক হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে ব্রেইন টিউমার ধরা পড়ে মোশাররফ রুবেলের। কেমোথেরাপি নিতে কয়েকদফায় বিদেশে যেতে হয়েছে তাকে।

২০০৮ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটলেও, সবমিলিয়ে মাত্র ৫টি ওয়ানডে খেলতে পেরেছেন মোশাররফ রুবেল। সবশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom