ইসরাইলকে হারাল জার্মানি

ইসরাইলকে হারাল জার্মানি
ইসরাইলকে হারাল জার্মানি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : কাতার বিশ্বকাপ বাছাইপর্ব প্রায় শেষ দিকে। লাতিন আমেরিকা ও ইউরোপ অঞ্চলের ম্যাচগুলো আর বেশি বাকি নেই।  

এরইমধ্যে শনিবার রাতে হয়ে গেল বেশকিছু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। যেখানে ইসরাইলের মুখোমুখি হয় জার্মানি, আলবেনিয়ার বিপক্ষে লড়াই করে স্পেন। সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। এই ম্যাচে সুইসদের ২-১ গোলে হারায় ইংলিশরা।

ম্যাচে ইসরাইলকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। অন্যদিকে ঘরের মাঠে আলবেনিয়ানদের ২-১ গোলে হারিয়েছে স্পেন। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড।  এই ম্যাচে সুইসদের ২-১ গোলে হারিয়েছে ইংলিশরা।

জার্মানির প্রিজিরো এরেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচে গোল করেন কাই হ্যাভার্টজ এবং টিমো ওয়ার্নার। 

ম্যাচের ৩৬তম মিনিটে কাই হ্যাভার্টজের গোলে লিড নেয় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান টিমো ওয়ার্নার। 

২-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে জার্মানির আক্রমণ প্রতিহত করে জাল সুরক্ষিত রাখে ইসরাইলের রক্ষণভাগ।  কিন্তু তাদের আক্রমণভাগ কোনো গোল শোধ দিতে পারেনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom