মিরপুরে সাকিবের সঙ্গে বৈঠকে বসেছেন পাপন

 মিরপুরে সাকিবের সঙ্গে বৈঠকে বসেছেন পাপন
মিরপুরে সাকিবের সঙ্গে বৈঠকে বসেছেন পাপন -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশ জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও ওই দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে তাকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শনিবার) দুপুরে হঠাৎ করেই মিরপুরে বিসিবি কার্যালয়ে বৈঠকে বসেছেন সাকিব-পাপন।

দুপুর ১২.৩০টায় মিরপুরের বিসিবি ভবনে প্রবেশ করেন ক্রিকেট বোর্ড সভাপতি পাপন। তার মিনিট দশেক পরই হাজির হন সাকিবও।

সাকিবকে নিয়ে জল ঘোলা হচ্ছে বেশ। কিছুদিন আগে বিসিবিকে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার। যেখানে জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না। এরপর শুরুতে রাজি হলেও পরে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না বলেও জানান তিনি। সাকিবের ওই প্রস্তাব আমলে নিয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি।

তবে গুঞ্জন আছে, বোর্ডের কাছে সাকিব প্রস্তাব করবেন, এই সময়ে ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান তিনি। এনিয়ে আলোচনা হতে পারে পাপনের সঙ্গে।

এই বৈঠকে সাকিব-পাপন ছাড়াও উপস্থিত আছেন বিসিবির বেশ কয়েকজন পরিচালক। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom