মার্কিন রিপোর্টে মানবাধিকার লংঘন, গুম, খুন, নির্যাতন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে: বিএনপি

আজ শনিবার দুপুৃরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কর্যালয়ে বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন

মার্কিন রিপোর্টে  মানবাধিকার লংঘন,  গুম, খুন, নির্যাতন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে: বিএনপি
বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথম নিউজ, ঢাকা: মার্কিন রিপোর্টে  মানবাধিকার লংঘন, বিচার ব্যবস্থায় সরকারী হস্তক্ষেপ, ২০১৮ এর নির্বাচনে প্রহসন, গুম, খুন, নির্যাতন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলে দাবি করেছে বিএনপি। আজ শনিবার দুপুৃরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কর্যালয়ে বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। 

গত ১৫ এপ্রিল  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য  ড. খন্দকার মোশাররফ হোসেন,  ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান,ইকবাল হাসান মাহমুদ টুকু। 
সভায়  নিম্ন বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ১১ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
২। সভায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী প্রখ্যাত চিকিৎসক ডা: জোবায়দা রহমানের লিভ টু আপিল আবেদন আপিল বিভাগ কতৃক খারিজ হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ডা: জোবায়দা একজন অরাজনৈতিক চিকিৎসক। তাকে দুদকের এই মামলায় জড়ানো সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসা মূলক। মামলার কোন ও ভিত্তি না থাকলেও শুধুমাত্র জিয়া পরিবারকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। যে আদেশ প্রদান করা হয়েছে তা ফরমায়েসী বলে প্রতীয়মান হয়। বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে প্রভাব বিস্তার করে এই ফ্যাসীবাদী সরকার রাজনৈতিক প্রতিষ্ঠান গুলোকে নিমূর্ল করার হীন উদ্দেশ্যেই এইসব হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেছে। একই ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও রাজনৈতিক প্রতিহিংসার কারনে মিথ্যা মামলায়, বেআইনী ভাবে সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার অপচেষ্টা করছে, পরিকল্পিতভাবে বিচার বিভাগকে কাজে লাগিয়ে সাংবিধানের গণতান্ত্রিক চরিত্র ধ্বংস করে একদলীয় কর্তৃত্ববাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে। দূর্ভাগ্য জনক ভাবে বিচার বিভাগ সংবিধান প্রদত্ত স্বাধীনতা রক্ষা না করে দলীয় সংকীর্ণ উদ্দেশ্য চরিতার্থের জন্য বেআইনী, জবর দখলকারী অনির্বাচিত আওয়ামী সরকারকে অনৈতিক সহযোগিতা করছে বলে জনমনে ধারনা সৃষ্টি হয়েছে। সভায় এই ধরনের হীন অপচেস্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনানো হয় এবং বিচার বিভাগকে নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি নিয়ে স্বাধীন ভাবে সংবিধানের মূল চরিত্রকে অক্ষুন্নরেখে বিচারিক কর্ম সম্পাদনের আহŸান জানানো হয়।
৩। সভায়, গত ১৩ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দফতর কতৃক প্রকাশিত “২০২১ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস” শীর্ষক রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইন-শৃংখলা বাহিনীর ভূমিকা, বিচার ব্যবস্থায় সরকারী হস্তক্ষেপ সম্পর্কে যে বিশদ বিবরণ দেওয়া হয়েছে  সে সম্পর্কে আলোচনা হয়। সভা মনে করে, ফ্যাসীবাদী এই সরকারের মারাত্মক মানবাধিকার লংঘন, সরকারের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতনের যে সকল অভিযোগ উঠেছে তা এই রিপোর্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে সম্প্রতি র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও ৭ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেই সত্যকে আরও প্রতিষ্ঠিত করেছে। বিচার বর্হিভূত হত্যাকান্ড, আইন-শৃংখলা বাহিনীর হেফাজতে নির্মম নির্যাতনের ফলে হত্যাকান্ড, প্রতিবাদকারী ব্যক্তিদের পিতা-মাতা, ভাই-বোনদের গ্রেফতার, বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও কারাগারে প্রেরণকে রাজনৈতিক ভাবে প্রভাবিত বলে উল্লেখ করা Ñ প্রকৃত সত্যকে উদঘটিত করেছে। প্রমাণিত হয়েছে যে এই অনির্বাচিত, অনৈতিক আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় অন্যায়ভাবে টিকে থাকতে চায়।
রিপোর্টে বলা হয়েছে ২০১৮ এর নির্বাচনে ব্যাপক কারচুপি, সন্ত্রাস এবং আগের রাতে সীল মারা, ভোটারদের ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে আসতে না দিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে জালিয়াতি পূর্ণ বলে অভিহিত করায় প্রমাণিত হয়েছে যে, অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকারের অধীনে কখনও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বচন সম্ভব নয়। সভায়, রিপোর্টে উল্লেখিত মত প্রকাশের স্বাধীনতা হরণ, সংবাদ কর্মীদের নির্যাতন এবং নিবর্তন মূলক আইন প্রণয়ন গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেছে। সভায় উল্লেখিত বিষয় গুলোকে ব্যাপক ভাবে প্রচারের মাধ্যমে জনমত গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৪। সভায়, সম্প্রতি ‘ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ টিআইবি গবেষণায় কোভিড-১৯ মোকাবিলায় প্রতিবেশী দেশ সমূহের চেয়ে বেশী দামে টিকা ক্রয় এবং অর্থ ব্যয়ে চরম অস্বচ্ছতার কারনে ২৩ হাজার কোটি টাকার অনিয়মের তথ্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ইতিপূর্বে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রনালয়ের দূর্নীতির ১১টি স্থান চিহ্নিত করে সে গুলো নিরসনের জন্য দুদক যে সুপারিশ করেছিলো সে সম্পর্কে মন্ত্রণালয়ের নীরবতা ও নিষ্কৃয়তার তীব্র নিন্দা করা হয় এবং অবিলম্বে দূর্নীতির বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুদককে ব্যবস্থা গ্রহণের আহŸান জানানো হয়। সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে সীমাহীন দূর্নীতির কারনে রাষ্ট্রের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে বলে সভা মনে করে। দূর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য আহŸান জানানো হয়।
৫। সভায়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা যা বাংলাদেশ সরকার দায়ের করেছিলো তা মার্কিন আদালতে খারিজ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে চুরির বিষয়টিকে ধামা-চাপা দেওয়ার উদ্দেশ্যেই একেবারে দায়সারা মামলা দায়ের এবং দায়িত্বহীনতার কারনেই মার্কিন আদালতের এখতিয়ার বর্হিভূত মামলা দায়ের করা হয়। বাংলাদেশ ব্যাংকের তদন্তে যে সকল কর্মকর্তার বিরুদ্ধে নাম এসেছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ না করা থেকেই প্রমানিত যে সরকারের কোনও মহল এই অপরাধের সঙ্গে জড়িত। অবিলম্বে সঠিক তথ্য জনগণের সামনে উম্মোচন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহনের দাবী জানানো হয়।
৬। সভায়, যথাযোগ্য মর্যাদার সঙ্গে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
৭। সভায়, ৩ মে “ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম” দিবস পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom