Ad0111

ম্যারাথন ঘিরে রাজধানীতে বাড়তি যানজট নিয়ে দিনের শুরু

ম্যারাথনের কারণে হাতিরঝিলের কিছু সড়ক বন্ধ থাকায় সকাল থেকে আশপাশের সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তাই এসব সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। আশা করা যায় দুপুরের পর যানজট কমে আসবে।

ম্যারাথন ঘিরে রাজধানীতে বাড়তি যানজট নিয়ে দিনের শুরু

প্রথম নিউজ, ঢাকা: সপ্তাহের অন্যান্য দিনেও রাজধানীতে অফিস টাইমে যানজট-পরিবহন সংকটের মাধ্যমে দিন শুরু হয়। আজ সেই যানজটের মাত্রা অনেকটাই বেশি। কর্মদিবসে মানুষের কাজে বের হওয়াসহ হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ আয়োজন করায় যানজটের মাত্রা আরও বেড়েছে। ম্যারাথন উপলক্ষে হাতিরঝিলের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ হাতিরঝিল এলাকায় যানবাহন চালকদের বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যে কারণে অন্য সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। ফলে সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হতে দেখা গেছে।

ডিএমপি জানিয়েছে, সোমবার (১০ জানুয়ারি) যেসব যানবাহন রেইনবো ক্রসিং দিয়ে হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় যেতে ইচ্ছুক সেগুলো মগবাজার, মৌচাক হয়ে যাবে। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক, সেগুলো গুলশান-বাড্ডা লিংক রোড হয়ে যাবে। পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক, সেগুলো পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবে।

এছাড়া সকাল সাড়ে ৫টায় ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম থেকে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যখন যে সড়ক দিয়ে যাবে, তখন সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে। এদিকে প্রতিটি সড়কে কর্মমুখী মানুষের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে বেশকিছু সড়ক বন্ধ থাকায় সড়কে যানবাহনও অতিরিক্ত দেখা গেছে। যানজটে দীর্ঘসময় ধরে যানবাহনগুলো আটকে থাকায় অফিসগামীদের অনেককে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

হাতিরঝিল সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে প্রগতি সরণিতে। এ সড়কে তীব্র যানজট এবং কোথাও কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। এছাড়া রামপুরা, মালিবাগ, মগবাজার, জাহাঙ্গীর গেট, খিলক্ষেত, এয়ারপোর্ট সড়কেও অতিরিক্ত যানজটের খবর পাওয়া গেছে। যানজট এড়াতে যারা ওয়াটার ট্যাক্সি ব্যবহার করে যাতায়াত করতে চেয়েছিলেন তারাও পড়েছেন বিড়ম্বনায়। হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ আয়োজন করায় আজ দুপুর ২টা পর্যন্ত ওয়াটার ট্যাক্সি বন্ধ রাখা হয়েছে।

গুলশান লিংক রোড থেকে ফার্মগেট যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন বেসরকারি চাকরিজীবী হায়দার হোসেন। সড়কে অতিরিক্ত যানজট দেখে তিনি গুলশান সংলগ্ন ওয়াটার ট্যাক্সি ঘাটে এসে দেখেন ওয়াটার ট্যাক্সি চলাচলও বন্ধ রয়েছে। হায়দার হোসেন বলেন, ম্যারাথনের জন্য অনেক সড়ক বন্ধ যে কারণে অন্য যেসব সড়ক চালু আছে, সেগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই তীব্র যানজট। বাসে যেতে দীর্ঘসময় লাগবে, তাই ওয়াটার ট্যাক্সিতে যেতে চেয়েছিলাম। কিন্তু এসে দেখি ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ এমন নোটিশ টানানো আছে। সকাল থেকে অতিরিক্ত যানজটের কারণে খুব বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সাভার থেকে মহাখালী আমতলী পর্যন্ত আসা বৈশাখী পরিবহনের চালক আশরাফ আলী বলেন, গাবতলী থেকে মহাখালী পর্যন্ত আসতে তীব্র যানজট পেয়েছি। বেশিরভাগ পথই ধীর গতিতে আসতে হয়েছে। আমাদের বাস বাড্ডা হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত যাওয়ার কথা কিন্তু আমাদের অন্য চালকরা জানাল ওইদিকে খুব যানজট তাই গুলশান লিংক রোড থেকে বাস ঘুরিয়ে আবার সাভারের দিকে চলে যাব।

সড়কে অতিরিক্ত যানজটের বিষয়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা মাহাফুজুল ইসলাম জানান, ম্যারাথনের কারণে হাতিরঝিলের কিছু সড়ক বন্ধ থাকায় সকাল থেকে আশপাশের সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তাই এসব সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। আশা করা যায় দুপুরের পর যানজট কমে আসবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news