মোমবাতি জ্বালিয়ে সরকারের অপকর্মের প্রতিবাদ জানিয়েছে বিএনপি
আজ শনিবার সন্ধা ৭টায় ঢাকা মহানগর দক্ষিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং মহানগর উত্তর বনানীর কাকলীতে মোমবাতি প্রজ্জ্বলনের এই কর্মসূচি হয়।
প্রথম নিউজ, ঢাকা: সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে সরকারের অপকর্মের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। আজ শনিবার সন্ধা ৭টায় ঢাকা মহানগর দক্ষিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং মহানগর উত্তর বনানীর কাকলীতে মোমবাতি প্রজ্জ্বলনের এই কর্মসূচি হয়। নয়াপল্টন এবং বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ সড়কের এক পাশে হাজার হাজার নেতা-কর্মী প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অংশ নেন।জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়নগঞ্জের দলের তিন নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে এই দুইটি কর্মসূচি হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিন এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মহানগর দক্ষিনের কর্মসূচির উদ্বোধন করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির উদ্বোধন করে বলেন, ভোলায় আমাদের নুরে আলম, আবদুর রহিম ও নারায়নগঞ্জের শাওন প্রধান হত্যার প্রতিবাদ জানাতে, জ্বালানি তেল ও দ্রব্যমূল্যে ঊধর্বগতির প্রতিবাদ জানাতে আমরা মোমবাতি প্রজ্জ্বলন করছি। এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি আওয়ামী লীগের সন্ত্রাসী ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা মোমবাতি প্রজ্জ্বলন করছি নতুন আলোর সন্ধানে। যে আলোয় আমাদেরকে একটি মুক্ত গণতান্ত্রিক সমাজ এনে দিতে পারবে। আসুন সকলে মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নিয়ে এ্ই বার্তা দিয়ে দেবেন যে, সমস্ত দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ‘না’ বলছে,তাদেরকে ‘না’ বলছে।
এ সময়ে মহানগর দক্ষিনের আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, ফজলুল হক মিলনসহ মহানগর ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃ্বৃন্দ উপস্থিত ছিলেন। কাকারাইলে নাইটেঙ্গল রেস্তোরা থেকে নয়া পল্টনের জোনাকি সিনেমা হল পর্যন্ত সড়কের এক পাশের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। উত্তরের কর্মসূচির উদ্বোধন করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘ দেশে আজ মানবাধিকার নাই, গণতন্ত্র হত্যা করা হয়েছে।দেশের অর্থনীতি আজকে ধবংসের কিনারায় চলে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধবগতি মানুষের নাভিশ্বাস উঠেছে। লোডশেডিংয়ে জনহন অতিষ্ঠ। এসবের প্রতিবাদ জানাতে আমাদের এই নিবর প্রতিবাদী কর্মসূচি।
আসুন এই মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আমরা এই সরকারকে ‘না’ বলি। এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্যামা ওবায়েদ, নাজিম উদ্দিন আলম,শিরিন সুলতানা, তাবিথ আউয়াল, এসএম জাহাঙ্গীর হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews