মমতা ব্যানার্জীকে ১০০০ কেজি আম উপহার পাঠালেন শেখ হাসিনা

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে এ উপহার পাঠানো হয়।

মমতা ব্যানার্জীকে ১০০০ কেজি আম উপহার পাঠালেন শেখ হাসিনা

প্রথম নিউজ,যশোর: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে এক হাজার কেজি (২৫ মণ) মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে এ উপহার পাঠানো হয়। ভারতে নিযুক্ত কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ডেপুটি থার্ড সেক্রেটারি মারিফাত তারিকুল ইসলাম আমের প্যাকেটগুলো গ্রহণ করে ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। এর আগে সকালে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছে যায়।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের ডেপুটি থার্ড সেক্রেটারি মারিফাত তারিকুল ইসলাম বলেন, এ শুভেচ্ছা উপহার দু’দেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। এর আগে গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এক ট্রাক রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমসের উপ-কমিশনার তানভির আহমেদ, কলকাতা উপ-হাইকমিশনের প্রটোকল সহকারী আজিজুল আলম, এস কে ইমাদ, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, ভারতের পক্ষে পেট্রাপোল কাস্টমসের সুপারিনটেনন্ডেন্ট প্রবীণ ঘটক, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom