মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা। একে একে গাজায় হামাস-ইসরাইল যুদ্ধ লেবানন, সিরিয়া, ইরাক, জর্ডানে ছড়িয়ে পড়ছে। যদি এখনই এই উত্তেজনাকে প্রশমন করা না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ পরিণতি হতে পারে। বলা হচ্ছে, গাজায় যোদ্ধাগোষ্ঠী হামাসকে অস্ত্র ও অন্যান্য সহযোগিতা দিচ্ছে ইরান। এ ছাড়া ইরানপন্থি হিজবুল্লাহ, হুতিরাও ইসরাইল বা পশ্চিমাপন্থিদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত রোববার জর্ডানে মার্কিন এক সামরিক ঘাঁটিতে হামলা করা হয়। তাতে বেশ কয়েকজন সেনা নিহত হয়। এর বদলা নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার তারা সিরিয়া ও ইরাকে ইরানপন্থি গ্রুপগুলোর বিরুদ্ধে কমপক্ষে ৮৫টি হামলা করেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।  একে নিজ দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইরাক। তবে ইরান প্রতিক্রিয়া দেয়নি।

ওদিকে গাজায় রাফা এলাকাকে এতদিন ‘সেফ জোন’ বা নিরাপদ এলাকা বলে বর্ণনা করা হচ্ছিল। এবার সেখানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। ফলে ওই অঞ্চলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত কমপক্ষে ১০ লাখ ফিলিস্তিনির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।