মদিনা বিমানবন্দর থেকে মসজিদে নববী পর্যন্ত বৈদ্যুতিক বাস সার্ভিস চালু
বৃহস্পতিবার এই সার্ভিস উদ্বোধন করেছেন ওই অঞ্চলের গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মদিনা বিমানবন্দর থেকে মসজিদে নববী পর্যন্ত চালু হয়েছে বিদ্যুৎচালিত বাস সার্ভিস। বৃহস্পতিবার এই সার্ভিস উদ্বোধন করেছেন ওই অঞ্চলের গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ। সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এই সার্ভিসে রয়েছে উচ্চ মাত্রায় অপারেশনাল কার্যক্ষমতা। একবারের চার্জে বাসটি একটি নির্দিষ্ট ট্র্যাকে চলতে পারে ২৫০ কিলোমিটার পথ। এই দুটি শহরের মধ্যে দূরত্ব ৩৮ কিলোমিটার। প্রতিদিন এই বাস ১৮ ঘন্টার মধ্যে ১৬ বার ট্রিপ দেবে। এতে আছে ডিসপ্লে স্ক্রিন। তাতে ভ্রমণপথের বিস্তারিত দেখানো হচ্ছে। বিশেষ ব্যক্তিদের জন্য আসন বরাদ্দ আছে। এই সার্ভিস মদিনা বাস সার্ভিসের সঙ্গে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।