মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাতেন (৩৫) হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

প্রথম নিউজ, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বাতেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাতেন (৩৫) হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই ইনছান ও মাদক ব্যবসায়ী ইমনের মধ্যে মাদক বিক্রির টাকা নিয়ে ঝামেলা চলে আসছিল। শুক্রবার বিকেলে বাতেন বিষয়টি মীমাংসা করে দেন। সন্ধ্যায় আবারও কথা কাটাকাটির জের ধরে ইমন মোটরসাইকেলযোগে তিনজনকে সঙ্গে নিয়ে মাঠপাড়ায় শামীমের দোকানের সামনে নেমে বাতেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাতেনকে গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আটকের জন্য পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom