মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

কক্সবাজারের রামুতে মাদকাসক্ত ছেলে শহিদুল্লাহর (৩২) হাতে খুন

মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

প্রথম নিউজ, কক্সবাজার :  কক্সবাজারের রামুতে মাদকাসক্ত ছেলে শহিদুল্লাহর (৩২) হাতে খুন হয়েছেন মোহাম্মদ আলম (৬০) নামে হতভাগ্য এক বাবা।

হত্যার পর শহিদুল্লাহ আত্মগোপন করেছেন। রোববার রাত আনুমানকি ১১টার দিকে দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়া বলিপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া জানান, ঘাতক শহিদুল্লাহ মাদকাসক্ত এবং নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়তি। তিনি ডাকাতিসহ একাধিক মামলার আসামি।

ঘটনার দিন শহিদুল্লাহ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে এ ঘটনার প্রতিবাদ করেন তার বাবা। এ সময় বাবাকে পিটিয়ে হত্যা করে পাষণ্ড ছেলে।

খবর পেয়ে রামু থানার এসআই আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি চিকিৎসকের বরাত দিয়ে জানান, স্ট্রোকে তার মৃত্যু ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: