মণিপুরে সেনাশাসন চেয়ে ব্যর্থ কুকিরা, নতুন আন্দোলনের প্রস্তুতি

সংখ্যালঘু কুকি, নাগা এবং জমোদের বিরুদ্ধে দমননীতি চালাচ্ছে, তাই নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে অবিলম্বে মণিপুরে জারি হোক সেনা শাসন।

মণিপুরে সেনাশাসন চেয়ে ব্যর্থ কুকিরা, নতুন আন্দোলনের প্রস্তুতি

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মণিপুরে সংখ্যাগুরু মেইতেইরা সরকার চালাচ্ছে, প্রশাসনের সব পদ দখল করে রেখেছে। সংখ্যালঘু কুকি, নাগা এবং জমোদের বিরুদ্ধে দমননীতি চালাচ্ছে, তাই নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে অবিলম্বে মণিপুরে জারি হোক সেনা শাসন। কুকি সম্প্রদায়ের এই আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কুকিরা তাদের আন্দোলনকে অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একদিকে তাদের জঙ্গি আন্দোলন জারি থাকবে, অন্যদিকে তারা প্রশাসনের ওপর নিরন্তর চাপ বাড়াবে।

অর্থাৎ ৩রা মে কুকিদের নেতৃত্বে মেইতেইদের বিরুদ্ধে যে জঙ্গি আন্দোলন শুরু হয়েছিল তা অব্যাহত থাকবে। মনিপুর হাইকোর্ট সংখ্যাগুরু মেইতেইদের তফশিলভুক্ত করার রায় দিতেই অসন্তোষের সূত্রপাত। কুকি, নাগা এবং জমোরা অস্তিত্বের সংকট অনুভব করে এবং জঙ্গি আন্দোলনে নামে। ৪৭ দিনের এই আন্দোলনে প্রায় দেড়শ’র কাছাকাছি প্রাণহানি হয়েছে। মণিপুরে চলছে সেনার টহল, কার্ফু।আগামী দিনে মণিপুরে কবে শান্তি ফিরবে বলা কঠিন।