রাজধানীতে বাসের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মো. আলাউদ্দিন (৩০) নামের এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।
বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আলাউদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়া মুস্তাক আহমেদ জানান, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা নগর পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলাউদ্দিন বরিশালের কাজিরহাট উপজেলার নলবুনিয়া গ্রামের কালাই উদ্দিনের সন্তান। বর্তমানে তিনি কাজলা এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।