মুখে কালো কাপড় বেঁধে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

বুধবার (২ আগস্ট) তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায়ের দিন ধার্য রয়েছে।

মুখে কালো কাপড় বেঁধে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

প্রথম নিউজ, অনলাইন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর মামলার রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে মাথায় ও মুখে কালো কাপড় বেঁধে আন্দোলন করছেন তারা। বুধবার (২ আগস্ট) তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায়ের দিন ধার্য রয়েছে। দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় দেবেন। 

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই মহানগর দায়রা জজ আদালতের সামনে অবস্থান নিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা এটাকে ফরমায়েশি রায় উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। এ মামলা মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবি জানান আইনজীবীরা।