ভুল চিকিৎসায় বিদেশি পাইলটের মৃত্যু: ইউনাইডেট হাসপাতালের অবহেলা তদন্তের নির্দেশ

আজ রোববার (১৬ জুলাই) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

ভুল চিকিৎসায় বিদেশি পাইলটের মৃত্যু:  ইউনাইডেট হাসপাতালের অবহেলা তদন্তের নির্দেশ

প্রথম নিউজ, ঢাকা: গালফ এয়ারের পাইলট মোহাম্মদ ইউসুফ হাসান আল হেন্দির মৃত্যুর ঘটনায় ইউনাইডেট হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসায় অবহেলা ছিল কি না- সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৬ জুলাই) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মাহবুব।