ভারতে মেয়েদের বিয়ের বয়স ১৮ করতে আবেদন
প্রথম নিউজ, ডেস্ক : সারা ভারতে হিন্দু, শিখ, জৈন কিংবা খ্রিস্টান মেয়েদের বিয়ের বয়স ১৮। শুধুমাত্র মুসলিম মেয়েদের পনেরো বছর বয়স হলেই অথবা ঋতুমতি হলেই বিয়ে দেয়া হয়। ন্যাশনাল ওমেন্স কমিশন বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলো। তাদের দাবি ছিল সারা দেশে এক এবং অভিন্ন ম্যারেজ কোড প্রতিষ্ঠা করা হোক। স্পর্শকাতর বিষয়টি সুপ্রিম কোর্ট বিবেচনার জন্যে জাতীয় ল কমিশনকে পাঠিয়েছে। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর ও পি ভি নরসিংহম এর ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে জাতীয় ল কমিশন এর বক্তব্য শুনতে চায়। কারণ, মুসলমানরা পার্সোনাল ল বোর্ড এর আওতাধীন। তাদের ক্ষেত্রে ইউনিফর্ম সিভিল কোড প্রযোজ্য হবে কিনা সেটা জেনে নিতে চায় আদালত। ভারতে মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বছর বয়স নির্ধারিত বিয়ের জন্যে। ১৯৮৫ সালে শাহ বানো মামলায় এবং ১৯৯৫ সালে সরলা মুদগাল মামলার শুনানিতে এই বিষয়টি উঠলেও কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews