ভারতে পালানোর সময় এবার রোহিঙ্গা যুবক আটক

উপজেলার মাধবপুর ইউনিয়নের কুরমা সীমান্ত এলাকা থেকে তাকে আটকের পর শুক্রবার (৯ জুন) রাতে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ভারতে পালানোর সময় এবার রোহিঙ্গা যুবক আটক

প্রথম নিউজ, মৌলভীবাজার: মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় এবার আনসার আলম (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। উপজেলার মাধবপুর ইউনিয়নের কুরমা সীমান্ত এলাকা থেকে তাকে আটকের পর শুক্রবার (৯ জুন) রাতে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীর সূত্রে জানা গেছে, কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বড় একটি দল সীমান্ত দিয়ে ভারত যেতে এখানে এসেছিলেন। এর মধ্যে দিনে তিনজন নারী ও রাতে একজন পুরুষকে আটক করা হয়। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহাদেব বাচাড় বলেন, তারা হয়তো ভারতে পালিয়ে যাওয়ার জন্য একটি বড় দল এখানে এসেছিল। বাংলাদেশ সীমান্তে চারজন আটক হয়েছেন।

কক্সবাজারে উখিয়া উপজেলার ১৪ ও ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ বলেন, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী  বলেন, আটক চারজনকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।