ভারতের সঙ্গে কোনো ব্যাকচ্যানেল কূটনীতি চলছে না: হিনা রাব্বানী
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানী খাঁর বলেছেন, ভারতের সঙ্গে তাদের ব্যাকচ্যানেলে কোনো আলাপ-আলোচনা চলছে না
প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানী খাঁর বলেছেন, ভারতের সঙ্গে তাদের ব্যাকচ্যানেলে কোনো আলাপ-আলোচনা চলছে না। তিনি বলেন, এ মুহূর্তে এ ধরনের কোনো কিছু ঘটছে না।
ভারতের গণমাধ্যমগুলো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নয়াদিল্লি সফরের আমন্ত্রণের সংবাদ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হিনা রাব্বানী সেই সম্ভাবনা উড়িয়ে দেন। খবর ডনের।
পাকিস্তানের পার্লামেন্টের সিনেট অধিবেশনে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাকি বিশ্বকে না জানিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কোনো কূটনীতি চলছে না। আগের সরকারের সময় এমনটি হতো কাউকে না জানিয়ে। তবে বর্তমান সরকার কাউকে কিছু না জানিয়ে কিছু করে না।’
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। মে মাসে গোয়ায় এই সম্মেলন হওয়ার কথা। এর পর দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে পাকিস্তান এখনো সেই আমন্ত্রণের জবাব দেয়নি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জহরা বালুচও সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো ব্যাকচ্যানেল কূটনীতি হয়নি।’
হিনা রাব্বানি খাঁর বলেন, ‘পাকিস্তান সবসময় শান্তি স্থাপন করার জন্য পদক্ষেপ নিয়েছে। এ মুহূর্তে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অন্য জায়গায় রয়েছে। পাকিস্তানকে মাঝে মাঝে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আন্তর্জাতিক ফোরামে অনুরোধ করা হয়েছে।’
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির ডকুমেন্টারি সম্পর্কে খাঁর বলেন, ‘পাকিস্তান সবসময় গুজরাটে মুসলিম নিধন নিয়ে সোচ্চার।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: