ভাংচুরের ঘটনায় বিএনপিপন্থি শতাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা
মামলাটি করেছেন নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক মনিরুজ্জামান আসাদ।
প্রথম নিউজ, অনলাইন : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সদস্যদের চেম্বার ভাংচুরের ঘটনায় বিএনপিপন্থি ১২ সিনিয়র আইনজীবীসহ অজ্ঞাতনামা আরো ১০০ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক মনিরুজ্জামান আসাদ।
আসামিরা হলেন, সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, মাহফুজ বিন ইউসুফ, মাহবুবুর রহমান খান, গোলাম আক্তার জাকির, মুনজুরুল আলম সুজন, আশরাফ উজ জামান খান, মোক্তার কবির খান, নুরে আলম সিদ্দিকী সোহাগ সহ অজ্ঞাত ১০০ জন।ইচএম আব্দুর রকিব ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: