ভিকি-ক্যাটরিনা একসঙ্গে বাড়িতে থাকলে যা করেন
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ের দুবছর যেন চোখের পলকেই চলে গেল। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে ধুমধাম করে বিয়ে হয় ভিকি-ক্যাটের। এক সময় তাদের জুটিকে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকেরা। তবে শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন তারা।
বিয়ের পরে অবশ্য দুই তারকার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় তাদের সম্পর্কের রসায়ন। বিভিন্ন সাক্ষাৎকারে তাদের দাম্পত্যের বিভিন্ন গোপন কথা ফাঁস করেন তারা। তবে ক্যাটরিনাকে বিয়ে করার জন্য ভিকিকে নিজের স্বভাবে আমূল পরিবর্তন করতে হয়েছে।
বলা যায় সারা বছরই কাজের মাঝে ডুবে থাকেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মাঝেমধ্যে এমনও দেখা গেছে, টানা বেশ কয়েক দিন দেখাও হয়নি দুজন-দুজনার। যে যার মতো কাজে মগ্ন থাকেন। কিন্তু বাড়িতে একসঙ্গে থাকলে কীভাবে সময় পার করেন- এর গোপন কথা ফাঁস করলেন ভিকি ভিকি কৌশল।
দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন স্ত্রী ক্যাটরিনার একটি অদেখা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভিকি। বিমানে তোলা সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘প্লেনে ইন লাইফ বিনোদন। সুন্দরী, তোমায় অনেক ভালোবাসা। আরও হাসি ও আনন্দে ভরে উঠুক তোমার জীবন।’
অন্যদিকে সম্প্রতি ভিকি এক সাক্ষাৎকারে তাদের দাম্পত্য জীবনের গোপন কথা ফাঁস করে বলেন, ‘আমি যদি কাজ না করি এবং বাড়িতে থাকি, তবে আমি খুবই আলসেমি করে কাটাই।’
ভিকি জানিয়েছেন, ক্যাটরিনা খুব সুশৃঙ্খল, নিয়ম মেনে চলেন। অভিনেতার সংযোজন, ‘যখন আমরা দুজনেই বাড়িতে থাকি এবং কাজের জন্য যদি আমাদের বাইরে যেতে না হয়, তখন আমরা দুজনেই অলস। এটা খানিকটা দুই অলস মানুষের পার্টি করার মতো। কিন্তু যখন ক্যাটরিনাকে শৃঙ্খলা মানতে হতে হয় তখন ও একেবারে অন্য মানুষ।’