বিসিবির কাছে এক কোটি চাইল দাবা ফেডারেশন

বিসিবির কাছে এক কোটি চাইল দাবা ফেডারেশন

প্রথম নিউজ, অনলাইন :  বাংলাদেশের দুই প্রতিশ্রুতিশীল দাবাড়ু ফাহাদ রহমান ও মনন রেজা। দুজনই আন্তর্জাতিক মাস্টার। গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
নতুন বছরে তাদের গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য বিদেশি কোচের অধীনে অনুশীলন ছাড়াও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠাতে চাইছে দাবা ফেডারেশন। এজন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এক কোটি টাকা চেয়ে আবেদন করেছে দাবা ফেডারেশন।
বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে বিসিবি সবচেয়ে ধনী। অতীতে দেখা গেছে বিসিবি অন্য ফেডারেশন, খেলোয়াড়, সংগঠকদের সাহায্য করেছে। তাই দাবা ফেডারেশন আশাবাদী, গ্র্যান্ডমাস্টার তৈরিতে বিসিবি তাদের পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান বলেন, ‘আমরা দাবার উন্নয়নে বড় পরিকল্পনা হাতে নিয়েছি। গ্র্যান্ডমাস্টার তৈরির জন্য বিসিবির কাছে এক কোটি টাকার সাহায্য চাওয়া হয়েছে।’
শুধু দুজন দাবাড়ুই নন, অন্য যারা দাবাড়ু আছেন, তাদের নিয়েও রয়েছে পরিকল্পনা। ছেলে ও মেয়েদের জন্য টুর্নামেন্ট তো হবেই। বিদেশি কোচও থাকবে সবার জন্য। সেসবও সফলভাবে বাস্তবায়ন করতে চায় দাবা ফেডারেশন।