বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে নীলক্ষেতে অবরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন এইচএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা।
প্রথম নিউজ, ঢাকা:বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে নীলক্ষেতে অবরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন এইচএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে এ দাবি জানান তারা। এসময় ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থী যেকোনো কারণে প্রথমবার ভর্তির সুযোগ না পেতে পারেন। তাকে অন্তত দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ভর্তিতে ভিন্ন ভিন্ন ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে বিতর্কের শেষ নেই। তাছাড়া বর্তমানের সিলেকশন পদ্ধতির ফলে অনেক মেধাবীই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন না। তাই সিলেকশন পদ্ধতি বাতিল করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে হবে।
নাহিন নামের এক শিক্ষার্থী বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া আমাদের অধিকার৷ এ অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে।
পরে দুপুর ১২টা ১৫ মিনিটে পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে যাত্রা শুরু করেন। এরপর নীলক্ষেত এলাকার যান চালচল স্বাভাবিক হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: