বাংলা কলেজের কক্ষে মিলল যুবকের অর্ধগলিত লাশ
রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের নির্মাণাধীন ভবনের পাঁচতলার একটি কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের নির্মাণাধীন ভবনের পাঁচতলার একটি কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ বলছে, লাশের পরিচয় পাওয়া যায়নি। কলেজেরও কেউ তাকে চেনেন না। তার পাশে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, সরকারি বাংলা কলেজের ১০ তলা ভবনের নির্মাণ কাজ কিছু অংশে বাকি রয়েছে। এর পাঁচ তলার একটি কক্ষে যুবকের লাশ পড়ে থাকতে দেখে কলেজের লোকজন সন্ধ্যায় থানায় খবর দেয়। সরকারি কোনো নিয়োগ পরীক্ষা থাকলে ওই কক্ষ ব্যবহার হয়। এ ছাড়া কক্ষে কোনো ক্লাস হয় না। সেখান থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ পাওয়া যায়। লাশ অর্ধগলিত হওয়ায় আঘাতের চিহ্ন বোঝার উপায় নেই।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ৬-৭দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে হত্যা নাকি আত্মহত্যা নাকি অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। লাশের পাশে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সেটির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অজ্ঞাত হিসেবে লাশটি মর্গে রাখা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: