প্রথম নিউজ, অনলাইন : বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার করা দরকার বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আইবি টিভি ইউএসএ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার করা দরকার। যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করলে প্রতিদিন সেটা আরও উন্নত হয়।
তিনি বলেন, আমি যেরকমভাবে মুগ্ধ, আবু সাঈদকে সম্মান জানাই, তেমনিভাবে যারা প্রবাসে থেকে আন্দোলন করেছে তাদেরকেও সম্মান জানাই। সরকারের কাছে দাবি করছি, প্রবাসীদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক। বাংলাদেশে আসবার পরে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে সে ব্যবস্থা করা হোক।
তিনি আরও বলেন, প্রবাসে যাওয়ার সময় মানুষ অনেক সিন্ডিকেটের মধ্যে পড়ে। এই ধরনের সিন্ডিকেট ভাঙতে হবে। এই যে অনেক বেশি টাকা দিয়ে অনেক নির্যাতন ও বঞ্চনার শিকার হতে হয়। প্রবাসীরা যাতে নিজেদের জীবন সুন্দর করতে পারে সরকারকে সে ব্যবস্থা করতে হবে।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাংবাদিক সোহরাব হাসান, মাসুদ কামাল, গোলাম মোর্তোজা, আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক ডা. শান্ত শাখাওয়াত, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।