‘বাংলাদেশের চলমান ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইইউ’
চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আমাদের আগ্রহ আছে।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আমাদের আগ্রহ আছে। চলমান ঘটনা-প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষন করছে ইউরোপীয় ইউনিয়ন।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের এই রাষ্ট্রদূত।
বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের ২০২৩ সালে যে জাতীয় নির্বাচন হবে, সেদিকে গভীরভাবে নজর রাখা হচ্ছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের যথেষ্ট আগ্রহ রয়েছে। নির্বাচনকেন্দ্রিক প্রতিটি ঘটনায় আমরা পর্যবেক্ষণ করছি।
রোহিঙ্গা ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে হোয়াইটলি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা অনেক কাজ করেছি, এখনও করছি। তবে বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য করছে, তা সত্যিই অকল্পনীয়।’
অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার বিষয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ইইউ বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। ইইউর সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ সম্পর্কই বাণিজ্যিক। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশকিছু চুক্তিও রয়েছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: