বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচকে নামিয়ে আনল ফিচ

সোমবার প্রকাশিত ওই রিপোর্টে ফিচ রেটিংস জানায়, নানা নীতিগত পদক্ষেপ এবং বিদেশী ঋণদাতাদের ক্রমাগত সহায়তা স্বত্বেও রিজার্ভের পতন ও ডলার সংকট প্রশমন করতে পারেনি বাংলাদেশ। 

বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচকে নামিয়ে আনল ফিচ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রিজার্ভ কমে যাওয়া ও ডলার সংকটের কারণে বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাসকে স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা ফিচ রেটিংস। সোমবার প্রকাশিত ওই রিপোর্টে ফিচ রেটিংস জানায়, নানা নীতিগত পদক্ষেপ এবং বিদেশী ঋণদাতাদের ক্রমাগত সহায়তা স্বত্বেও রিজার্ভের পতন ও ডলার সংকট প্রশমন করতে পারেনি বাংলাদেশ। 

   সংস্থাটির দাবি, অর্থনীতিতে দেশের বাইরে ঘটা ঘটনাবলির অভিঘাত প্রশমনের মতো উপাদান (বাফার) কমে এসেছে। এসব বাফার দুর্বল হয়ে পড়ায় অর্থনীতিতে বহিঃস্থ অভিঘাত মোকাবেলায় বেশ নাজুক অবস্থানে পড়ে গেছে বাংলাদেশ। তবে ঋণমানের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ সক্ষমতা বা লং টার্ম ফরেন কারেন্সি ইস্যুয়ার ডিফল্ট রেটিং (আইডিআর) ‘বিবি মাইনাসে’ বহাল রেখেছে সংস্থাটি। 

রিপোর্টে জানানো হয়, বাংলাদেশের বিদেশী ঋণ প্রোফাইল এখনো নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে। এছাড়া প্রবৃদ্ধির সম্ভাবনাও এখনো অনুকূলে। আবার সরকারের ঋণ সমতুল্য অনেক দেশের তুলনায় বেশ কম। এ কারণে ঋণমান এখনো বিবি মাইনাসে বহাল রাখা হয়েছে। যদিও এসব ইতিবাচক বিষয়ের বিপরীতে সরকারের রাজস্ব আহরণ ও মাথাপিছু আয় কম হওয়ার পাশাপাশি ব্যাংকিং সেক্টরের দুর্বলতা এবং সুশাসনের সূচকগুলোর ঘাটতির মতো বিষয়গুলোরও মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে।