বাংলাদেশকে অশান্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে : মুহাম্মদ শাহজাহান
প্রথম নিউজ, অনলাইন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘শান্ত বাংলাদেশকে অশান্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রশাসনের কাছে বলতে চাই, স্বৈরাচারী-দেশবিনাশী শক্তি যদি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাহলে আপনারা জাতির কাছে জবাব দিতে পারবেন না।’
বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণিকা স্মারক ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট গণবিপ্লবের চেতনাবিরোধী ধারায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যারা হত্যা, অবিচার ও নির্যাতন করেছে তাদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের পূর্বে অন্য কোনো বিচার যদি শেষ করা সম্ভব না হয়, তাহলে জুলাই-আগস্টে হত্যার মাস্টারমাইন্ডদের বিচার কাজ শেষ করে জাতীয় নির্বাচন হওয়া উচিত। তাহলে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’
মাওলানা শাহজাহান আরো বলেন, ‘একটি মানবিক, গণতান্ত্রিক, ঐক্যবদ্ধ ও আদর্শিক বাংলাদেশ গঠন করতে জুলাই বিপ্লবের শহীদরা জীবন দিয়েছেন।
সেদিকে এগিয়ে যেতে পারলে তাদের জীবনদান সার্থক হবে।’
চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেন, ‘জুলাই বিপ্লবে যে পৈশাচিক ঘটনা ঘটেছে, দুনিয়ার ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কি না, তা আমাদের জানা নেই।’ তিনি শহীদ ও আহতদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘১৬ বছর ধরে যত হত্যা, গুম ও নৈরাজ্য হয়েছে সে জন্য এক নম্বর দায়ী শেখ হাসিনা।
দেশের অশান্তির জন্য দায়ী আওয়ামী লীগ। সাধারণ নির্বাচনের আগে এসব ফ্যাসিস্টের বিচার করতে হবে।’
শহীদদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মো. ফয়সাল আহমদ শান্তর বাবা মো. জাকির হোসেন, মোহাম্মদ ফারুকের স্ত্রী সিমা বেগম, ইঞ্জিনিয়ার ওমর বিন আবছারের মা রুবি আকতার প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান অতিথিবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জুলাই বিপ্লবের শহীদদের তথ্যসংবলিত ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ শীর্ষক স্মরণিকা স্মারকের মোড়ক উন্মোচন করেন।