বরগুনায় বরযাত্রী নিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

বরগুনায় বরযাত্রী নিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

প্রথম নিউজ, বরগুনা : বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে গেছে। এখন পর্যন্ত মাইক্রোবাসে থাকা ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার দুপুরে উপজেলার চাওড়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, মাইক্রোবাসে করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বরযাত্রীরা। এ সময় সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন জানান, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনো পানির নিচে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে