বিমানবন্দরে ডলার প্রতারক জাভেদ আটক
এপিবিএন জানায়, ওই প্রতারক এর নাম মো. জাভেদ। গতকাল রাতে তাকে আটক করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: বিমানবন্দরে ডলার প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকের পর এপিবিএন বলছে, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সে একজন ডলার প্রতারক এ অভিযোগে তাকে আটক করা হয়েছে।
এপিবিএন জানায়, ওই প্রতারক এর নাম মো. জাভেদ। গতকাল রাতে তাকে আটক করা হয়।
আজ শুক্রবার (২৫ ফ্রেব্রুয়ারি) এপিবিএন এর এডিশনাল এসপি জিয়াউল হক মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে একজন ডলার প্রতারক এ অভিযোগে তাকে আমরা আটক করি এবং পরবর্তীতে তার সত্যতা পাওয়া যায়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: