‘বিনা দোষে’ জবির মসজিদের ইমামকে অব্যাহতি, ফেসবুকে সমালোচনার ঝড়

জবি শিক্ষার্থীরা বলছেন, কোনো কারণ ছাড়াই বিনা দোষে একজন ইমামকে অব্যাহতি দেওয়াটা ঠিক হয়নি।

‘বিনা দোষে’ জবির মসজিদের ইমামকে অব্যাহতি, ফেসবুকে সমালোচনার ঝড়

প্রথম নিউজ, অনলাইন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. ছালাহ উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। জবি শিক্ষার্থীরা বলছেন, কোনো কারণ ছাড়াই বিনা দোষে একজন ইমামকে অব্যাহতি দেওয়াটা ঠিক হয়নি। এছাড়া যে ছাত্রীকে ঘিরে ঘটনার সূত্রপাত সেই ছাত্রী বলছেন, ইমামের কোনো দোষ নেই। তাহলে কেন তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। তবে পূর্বের একটি ঘটনার জের ধরেই ইমামকে ষড়যন্ত্রমূলকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা। 

তারা জানান, ঘটনার সূত্রপাত গত ১৭ মার্চ থেকে। সেদিন জাতীয় শিশু দিবস এবং জবি আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে মসজিদের মিম্বরের পাশে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে বসিয়ে বক্তব্য দিয়েছিলেন উপাচার্য সাদেকা হালিম। এ সময় নারী-পুরুষ মসজিদে একসঙ্গে বসা ইসলাম ধর্মীয় বিধানের লঙ্ঘন জানিয়ে প্রতিবাদ করেছিলেন ইমাম। এ ঘটনার জের ধরেই ইমামকে ষড়যন্ত্রমূলকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের ধারণা। 

জবির কেন্দ্রীয় মসজিদে রাতে এক নারী শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় পাওয়ার ঘটনার ১০ দিন পর দায়িত্ব অবহেলার অভিযোগ এনে ইমাম মো. ছালাহ উদ্দিনকে নামাজ পড়ানো থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।