বন্যা পরিস্থিতির উন্নতি হবে, তবে বাড়বে পদ্মা-যমুনার পানি

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের দেওয়া বন্যা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বন্যা পরিস্থিতির উন্নতি হবে, তবে বাড়বে পদ্মা-যমুনার পানি

প্রথম নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের দেওয়া বন্যা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল আছে। অন্যদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া পদ্মা ও অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বাপাউবো জানায়, মনু, খোয়াই ও ধলাই ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানায় সংস্থাটি।