বুধবার সারাদেশে মানববন্ধন করবে বিএনপি
সারা দেশে বুধবার (৫ জানুয়ারি) মানববন্ধন করবে বিএনপি। ‘গণতন্ত্র হত্যা দিবস’ শিরোনামে ঢাকাসহ সারা দেশের জেলা সদরে এই মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।
প্রথম নিউজ, ঢাকা : সারা দেশে বুধবার (৫ জানুয়ারি) মানববন্ধন করবে বিএনপি। ‘গণতন্ত্র হত্যা দিবস’ শিরোনামে ঢাকাসহ সারা দেশের জেলা সদরে এই মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার (৪ জানুয়ারি) নয়া পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান। রিজভী জানান, কেন্দ্রীয় কর্মসূচি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি রেখে হত্যার অপচেষ্টা করা হচ্ছে। আজও তিনি গুরুতর অসুস্থ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: