বাণী কাপুরের প্রত্যাশা
সম্প্রতি উপমহাদেশে প্যান-ইন্ডিয়ান সিনেমাগুলো প্রচুর শোরগোল তৈরি করছে
প্রথম নিউজ, ডেস্ক : সম্প্রতি উপমহাদেশে প্যান-ইন্ডিয়ান সিনেমাগুলো প্রচুর শোরগোল তৈরি করছে। 'পুষ্পা: দ্য রাইজ', 'আরআরআর' এবং 'কেজিএফ চ্যাপ্টার টু' এর মতো সিনেমা সারা দেশে একাধিক ভাষায় মুক্তি পেয়েছে। সবগুলো ছবিই বক্স অফিসে বাজিমাত করেছে। গড়েছে নতুন রেকর্ড।
তেলেগু, মালায়ালাম, তামিল, কন্নড় এবং হিন্দি সংস্করণে মুক্তি পাওয়ার পর সিনেমাগুলো বৃহত্তর আকারে দর্শকদের কাছে পৌঁছেছে। যার ফলে সিনেমাগুলো যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমনি এর শিল্পীদেরও চাহিদা বেড়েছে।
প্যান-ইন্ডিয়ান সিনেমার সাফল্যের গল্প দেখে বলিউডের অনেক তারকাই এখন সেই ধরনের ছবির প্রতি মনযোগী। অনেকে পরিকল্পনাও করছেন বড় আয়োজনে ওইসব ফ্যান্টাসি সিনেমার জন্য।
তাদেরই একজন বাণী কাপুর। ভারতীয় গণমাধ্যম বোম্বে টাইমসের সঙ্গে এক আলাপচারিতায় তিনি নিজেই এই ইচ্ছার কথা জানান। অভিনেত্রী কামনা করেছেন শিগগিরই তিনি যেন এই ধরনের একটি প্রকল্পের অংশ হতে পারেন।
অভিনেত্রী বলেন, ‘আমি একটি প্যান-ইন্ডিয়ান সিনেমার অংশ হতে চাই। কেননা কয়েক ভাষায় মুক্তির ফলে এই সিনেমার দর্শক বেশি। দর্শক যত বড় হবে, আমি ততোই তাদের কাছে পৌঁছাতে পারবো। তাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। এখন এটিই আমার চূড়ান্ত লক্ষ্য। প্যান ইন্ডিয়ান প্রকল্পে কাজ করা।’
এদিকে বর্তমানে বাণী তার পরবর্তী সিনেমা ‘শমশেরা’-তে রণবীর কাপুরের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সত্যিই অনুভব করি রণবীর পুরোপুরি তার চরিত্রের সঙ্গে মিশে যায়। মন থেকে সেই চরিত্রকে ধারণ করে। তার অভিনয় এতটাই বাস্তব, আপনার মনেই হবে না তিনি অভিনয় করছেন!
ঠিক এই কারণেই তাকে পর্দায় অভিনয় করতে দেখতে যাদুকরী মনে হয়। এই কারণেই আমিও পর্দায় আমাদের একসঙ্গে দেখার অপেক্ষায় আছি।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews