বজ্রপাতে প্রাণ গেল ৩ শিশুর
ঈদের আগের দিন শুক্রবার সকালে দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে দুজন এবং বিকালে জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একজনের মৃত্যু হয়।
প্রথম নিউজ,সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। ঈদের আগের দিন শুক্রবার সকালে দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে দুজন এবং বিকালে জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একজনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১টার দিকে বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) ও মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) বজ্রপাতে নিহত হয়। তারা সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।
এদিকে বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নাম্বার বাংলাবাজারে বেঙ্গল স্টোন ক্রাশারসংলগ্ন পাথর সাইটে বজ্রপাতে বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০) মারা যায়। জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক বলেন, স্থানীয়রা শিশুদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেছেন। পরে তিনি সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে তিন পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা দেন।