বিচার চাইতে আসা নারীকে ধর্ষণ, গ্রেফতার ২
ভুক্তিভোগী মামলা করার পর শুক্রবার (৭ অক্টোবর) রাতে বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
প্রথম নিউজ, গাজীপুর: সাভারের আশুলিয়ায় সিকিউরিটি কোম্পানি জি৪এস-এর এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তিভোগী মামলা করার পর শুক্রবার (৭ অক্টোবর) রাতে বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-ওই কোম্পানির সুপরাভাইজার ফেরদৌস খন্দকার (৩৮) ও নিরাপত্তাকর্মী মাসুদ আবেদীন (৩০)। ফেরদৌসের বাড়ি গাইবান্ধায় এবং মাসুদের বাড়ি দিনাজপুরে। শনিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় তাদের আদালতে পাঠানো হবে।
মামলার বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ জানান, ভুক্তভোগী ওই নারী জি৪এস অধীনে সাভারের ডিইপিজেড এলাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। তিনি আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় কোম্পানির ভাড়া করা মেসে অন্য নারী সহকর্মীদের সঙ্গে বসবাস করেন। পাশেই স্থানীয় দারা মিয়ার বাসার নিচতলায় ভাড়ায় থাকেন একই প্রতিষ্ঠানের সুপারভাইজার ফেরদৌস ও পুরুষ নিরাপত্তাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভুক্তভোগীর সঙ্গে মেসে থাকা অপর এক নারীর ঝগড়া হয়। এক পর্যায়ে ভুক্তভোগীর মোবাইল ফোন ভেঙে ফেলেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী অন্য এক সহকর্মীকে নিয়ে দারা মিয়ার বাসার নিচতলায় থাকা সুপারভাইজার ফেরদৌসের কাছে বিচার চাইতে যান। পরে মোবাইল ভাঙার বিষয়টি মীমাংসা করে দেন তিনি। ঘটনা সমাধানের পর সবাই সুপারভাইজারের কক্ষ থেকে চলে আসছিলেন। এ সময় ভুক্তভোগীকে বসতে বলে অন্যদের চলে যেতে বলেন ফেরদৌস। পরে কৌশলে দরজা আটকে দিয়ে অভিযুক্তরা ভুক্তভোগী নিরাপত্তাকর্মীকে ধর্ষণ করে। ঘটনার পর স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন ভুক্তভোগী। আরও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুর রাশিদ আরও জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews