বিচারপতি বাবা ও আইনজীবী দুই ছেলের আবেগঘন মুহূর্ত
এই জুলাই মাসে অবসরের এক বছর পূর্ণ হওয়ায় বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী আবারও আইনপেশায় ফিরে এসেছেন।
প্রথম নিউজ, ঢাকা: বাবা বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী। ২০ বছর উচ্চ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের জুলাই মাসে তিনি অবসরে যান। তার দুই ছেলে ব্যারিস্টার মাহদীন চৌধুরী ও রাহেমীন চৌধুরী সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী। এই জুলাই মাসে অবসরের এক বছর পূর্ণ হওয়ায় বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী আবারও আইনপেশায় ফিরে এসেছেন।
গতকাল রোববার (১৬ জুলাই) ২০ বছর পর তিনি আইনজীবী হিসেবে আপিল বিভাগে দাঁড়িয়েছিলেন। এক রিট মামলায় সিনিয়র হিসেবে শুনানি করেছেন তিনি। তাকে সহযোগিতা করেছেন দুই ছেলে মাহদীন চৌধুরী ও রাহেমীন চৌধুরী। এসময় তৈরি হয় এক আবেগঘন মুহূর্তের।
দুই ছেলের কাছে গতকালের দিনটি ছিল স্মরণীয়। সেই আবেগঘন মুহূর্ত নিয়ে বড় ছেলে ব্যারিস্টার মাহদীন চৌধুরী ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। তার ভাষায়, ২০ বছর পরে আমার বাবা আজকে আইনজীবী হিসেবে আপিল বিভাগে (২ নং কোর্ট) মামলা করলেন। আমরা দুই ভাই সাথে ছিলাম, বাবার সাবমিশন্স পিছনে বসে শুনলাম...অদ্ভুত এক আবেগ কাজ করছিলো, ভাষায় প্রকাশ করা একটু কঠিনই...
৩ জেনারেশন ধরে- দাদা (এবং উনার আপন ছোটো ভাই) - বাবা- আমরা দুই ভাই সততার সাথে আইন পেশায় আছি। সৃষ্টিকর্তার কাছে চাওয়া আমার বাবাকে যেন সুস্থভাবে দীর্ঘদিন আমাদের মাথার উপর ছায়া করে রাখেন! এ বিষয়ে সোমবার ব্যারিস্টার মাহদীন চৌধুরী ও রাহেমীন চৌধুরী বলেন, আমাদের ওকালতি জীবনের গতকালের দিনটি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আইনপেশায় সিনিয়র হিসেবে বাবাকে পাওয়া অনেক বড় বিষয়। বিচারপতি বাবাকে সিনিয়র হিসেবে পেয়েছি। আমরা অনেক সৌভাগ্যবান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এখন থেকে আপিল বিভাগে নিয়মিত আইন পেশা পরিচালনা করবেন। বার কাউন্সিলের আইন অনুযায়ী, হাইকোর্টের বিচারপতি থেকে অবসরের পর তারা শুধুমাত্র আপিল বিভাগে আইনপেশা পরিচালনা করতে পারেন।