বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে ফের আবেদন করেছে তার পরিবার।
খালেদা জিয়ার পরিবার সূত্রে জানা যায়, বেগম জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন, সেজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আবেদন করেছেন। ৭৬ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী বহু বছর ধরে আর্থ্রারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে ৭ই নভেম্বর বাসায় ফেরেন তিনি। গত ১২ই অক্টোবর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফের হাসপাতালে নেয়া হয়। পরে এদিন রাতেই সিসিইউতে স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: