আ'লীগের কাছে গণতন্ত্র কখনোই নিরাপদ ছিলো না : সালাহউদ্দিন টুকু
আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদ চালু করেছে। স্বৈরশাসন চালু করেছে।

প্রথম নিউজ, টাঙ্গাইল : যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদ চালু করেছে। স্বৈরশাসন চালু করেছে। এখন দেশের জনগণের মুক্তির জন্য আমাদের ওই স্বৈরশাসকের শৃঙ্খল ভেঙে ফেলতে হবে। রাজপথে নামতে হবে। বুধবার টাঙ্গাইলে ৫ জানুয়ারি ’গণতন্ত্র হত্যা দিবসে’ জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, আওয়ামী লীগের কাছে গণতন্ত্র কখনোই নিরাপদ ছিলো না। স্বাধীনতার পর থেকে তারা গণতন্ত্রকে হত্যা করে আসছে। আর বিএনপি সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে সব সময়। এবারো বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, ফ্যাসিবাদকে মোকাবিলা করে একবার সাহস করে শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। ওরা পালিয়ে যাবে। ওদের পায়ের তলায় মাটি নেই। পৃথিবীর কোথাও ওদের স্থান নাই। এদেশেও ওদের রাখা হবে না। দুর্বার আন্দোলনে ওদের পতন হবেই হবে। এ সময়ে আরো বক্তব্য রাখেন মাহমুদুল হক শানু জেলা সদস্য সচিব, হাসিনুজ্জামিল শাহীন সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম ছাড়া জেলা যুবদলের আশরাফ পাহেলি, খন্দকার রাশেদুল আলম, স্বেচ্ছাসেবক তরিকুল ইসলাম ঝলক, শফিকুর রহমান খান প্রমুখ।
উপস্থিত ছিলেন মাহমুদুল হক শানু - সদস্য সচিব, হাসিনুজ্জামিল শাহীন - ১ম যুগ্ম আহবায়ক, ফরহাদ ইকবাল - যুগ্ম আহবায়ক, কাজী শফিকুর রহমান লিটন -যুগ্ম আহবায়ক, অমল ব্যানার্জী - যুগ্ম আহবায়ক, দেওয়ান শফিকুল ইসলাম - যুগ্ম আহবায়ক, আশরাফ পাহেলি -আহ্বায়ক জেলা যুবদল, খন্দকার রাশেদুল আলম- সি: যুগ্ম আহবায়ক জেলা যুবদল, তরিকুল ইসলাম ঝলক -সভাপতি জেলা সেচ্ছাসেবক দল, শফিকুর রহমান খান -সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সদস্য, আহবায়ক কমিটি, কে এম মনিরুল হক ভিপি - সাধারণ সম্পাদক জেলা শ্রমিক দল, রফিকুল ইসলাম স্বপন - সদস্য জেলা বিএনপি, দুর্জয় হক শুভ -আহবায়ক জেলা ছাত্রদল, আব্দুল বাতেন -সদস্য সচিব জেলা ছাত্রদল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: