বিএনপি-জামায়াতের অবরোধ প্রতিরোধে সর্তক অবস্থানে আওয়ামী লীগ
প্রথম নিউজ, ঢাকা : বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অবস্থান নেন।
এদিন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার প্রথম দিনের অবরোধ চলছে।